মার্কিন নির্বাচন : সবার নজরে থাকা চার অঙ্গরাজ্যের সর্বশেষ অবস্থা
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালোভাবেই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখনো চলছে ছয়টি অঙ্গরাজ্যের ভোট গণনা। তাই কে হবেন মার্কিন প্রেসিডেন্ট, তা জানার জন্য প্রয়োজন আরো কিছু সময়।
এর মধ্যে যে অঙ্গরাজ্যগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেগুলো হলো পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা ও জর্জিয়া। এই চার অঙ্গরাজ্যের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির সাংবাদিক নিক ব্রায়ান্টের বরাত দিয়ে আজ শনিবার সন্ধ্যায় প্রতিবেদনে জানানো হয়, ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায় ২৮ হাজার ৮৮৩ ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। এ অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট ২০টি। এই অঙ্গরাজ্যে জিততে পারলেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন বাইডেন।
এ ছাড়া, অ্যারিজোনাতেও ট্রাম্পের চেয়ে ২৯ হাজার ৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।
নেভাদায় ২২ হাজার ৬৫৭ ভোটের ব্যাবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। এ অঙ্গরাজ্যে রয়েছে ছয়টি ইলেকটোরাল ভোট।
অন্যদিকে, জর্জিয়ায়ও এগিয়ে আছেন জো বাইডেন, তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম—মাত্র সাত হাজার ২৪৮ ভোট। সেখানে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুনর্গণনা হবে।