টাঙ্গাইলে ট্রাকচাপায় বাইকের তিন আরোহী নিহত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আহমেদ সানি (১৮), সদর উপজেলার কাগমারি এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিরা সুবর্ণা (১৫) ও জেলার করটিয়া বাইপাস এলাকার বাপ্পী (২২)।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জনতা ধাওয়া দিলে চালক ট্রাক ফেলেই পালিয়ে যায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।