টাঙ্গাইলে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ৬, আহত ১০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা বাসকে সবজিবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানের হাট গ্রামের চুন্নু (৩২)। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুর্নি এলাকায় এই ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস কুর্ণী এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজন মারা যান।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে ওসি মোজাফ্ফর হোসেন জানিয়েছেন।