কুয়েতে সংসদ নির্বাচনের ভোট চলছে
কুয়েতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ষোড়শ আইনসভার (উম্মাহ ২০২০) ভোটে ৩২৬ জন প্রার্থী অংশ নিয়েছেন।
কুয়েতিরা আজকের ভোটে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন।
এদিকে, ১০২টি স্কুলে ভোটকেন্দ্র বসানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে ভোটারদের সুরক্ষায় ভোটকেন্দ্রে জীবাণুনাশক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে চিকিৎসাকেন্দ্র।