চুয়াডাঙ্গায় তথ্য বাতায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় তথ্য বাতায়ন, ই-ফাইল, ই-মোবাইল কোর্ট ও ডিজিটাল সেন্টারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাক।
প্রশিক্ষক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির ডোমেইন এক্সপার্ট শিরিন শবনম ও সহকারী কমিশনার (আইসিটি) মুশফিকুল আলম হালিম।
এটুআই কর্মসূচির সহযোগিতায় ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি, রাজনৈতিক দল ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা চাই না, জনগণ তথ্য পেতে ভোগান্তির মধ্যে পড়ুক। বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪১ সাল নয়, তার আগেই আমরা উন্নত দেশে পরিণত হব। আমরা আইসিটি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’