খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল
খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অভিযোগপত্র আদালতে দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের কাছে আলোচিত এ মামলার অভিযোগপত্র ও আলামত হস্তান্তর করেন তদন্তকারী কর্মকর্তা গোলাম আফছার।
খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল আজিজ। এ সময় সদর থানার ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ সবাইকে শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করেছে। অপর দুই আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাতদল। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় নয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। ওই সাত আসামি কারাগারে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আরো দুজন পালাতক রয়েছেন।