৪ জিবি র্যাম নিয়ে ওপ্পোর নতুন স্মার্টফোন
চীনা ডিভাইস নির্মাতাপ্রতিষ্ঠান ওপ্পো বাজারে আনছে নতুন হ্যান্ডসেট, যাতে আছে ৪ জিবি র্যাম। এ ছাড়া আর সেভেন এস (আর ৭ এস) নামের স্মার্টফোনটিতে আরো আছে ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০) এএমওএলইডি ডিসপ্লে, যা সুরক্ষিত থাকবে গরিলা গ্লাস ৩ দিয়ে।
টাইমস অব ইন্ডিয়ার প্রযুক্তিবিষয়ক ব্লগ থেকে আরো জানা যায়, সেটটি উন্মুক্ত করা হয়েছে দুবাইতে। আর সর্বপ্রথম এটি পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বাজারে। এরপর আস্তে আস্তে সিঙ্গাপুর ও তাইওয়ানে ওপ্পো পৌঁছাবে তাদের এই নতুন সেট নিয়ে। তবে দক্ষিণ এশিয়া কিংবা বিশ্বের অন্য জায়গাগুলোতে সেটটি কবে পাওয়া যাবে, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
এত এত স্মার্টফোনের ভিড়ে এই সেটটি নজরে আসছে মূলত এর স্পেসিফিকেশনের জন্য। সেটটির দাম সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে বাজারে এটি ভালো সাড়া জাগাতে প্রস্তুত রয়েছে। ডুয়েল সিমের সেটটিতে আছে হাইব্রিড সিম স্লট। অর্থাৎ এই সেটে মাইক্রো ও ন্যানো, দুই ধরনের সিমই প্রবেশ করানো যাবে। শক্তিশালী সেটটিতে আছে অক্টা-কোর কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬১৫ (এমএসএম ৮৯৩৯) প্রসেসর। ৪ জিবির র্যামের পাশাপাশি এতে ইন্টারনাল স্টোরেজ আছে ৩২ জিবি। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে জায়গা বৃদ্ধি করা যাবে ১২৮ জিবি পর্যন্ত।
আরো আছে ৩০৭০ এমএএইচ ব্যাটারি, যা সেটটিকে দীর্ঘায়ু প্রদান করতে পারবে। এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ওপ্পোর এই নতুন হ্যান্ডসেটে চলবে তাদের নিজেদের বিশেষ কালার অপারেটিং সিস্টেম ২.১। ফোরজিসহ সেটটি সাপোর্ট করবে জিপিএস/এ-জিপিএস, জিপিআরএস/এজ্, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ইউএসবি ওটিজি এবং সঙ্গে ওয়াই-ফাই সুবিধা তো আছেই।