যৌন নিপীড়কদের নপুংশক করবে ইন্দোনেশিয়া !
ইন্দোনেশিয়ায় শিশু যৌন নিপীড়কের অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে রাসায়নিক পদ্ধতিতে নপুংশক করে দেওয়া হবে। দেশটির অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধে বিচার বিভাগের নির্বাহী আদেশে এ পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ প্রাসেতিও বলেন, এ শাস্তি দেওয়া হলে এমন অপরাধ করার আগে যে কেউ হাজারবার চিন্তাভাবনা করবে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডোর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ শাস্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট শিগগিরই এ-সংক্রান্ত ফরমান জারি করবেন বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে সংসদের ভোটাভুটি ছাড়াই এটি আইনে পরিণত হবে। এ আইনে শরীরে ইনজেকশনের মাধ্যমে স্ত্রী হরমোন প্রবেশ করিয়ে শিশুর ওপর যৌন নির্যাতনকারীকে নপুংশক করে দেওয়া হবে।
মোহাম্মদ প্রাসেতিও বলেন, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে যৌন নিপীড়কদের এ জাতীয় শাস্তি দেওয়ার প্রচলন রয়েছে। এশীয় দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া প্রথম ২০১১ সালে এ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করেছিল।