ক্রীড়া ব্যক্তিত্ব রাইসউদ্দিন আর নেই
করোনায় আক্রান্ত হয়ে কয়েকিদন ধরে লাইফ সাপোর্ট ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক রাইসউদ্দিন আহমেদ। শেষ পর্যন্ত আর পারলেন না। না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের ক্রিকেটের শুরুর সৈনিক ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ।
আজ সকাল সাড়ে ৯টায় মারা যান রাইসউদ্দিন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ৮২ বছর বয়সে মারা গেছেন বিশিষ্ট এই ক্রীড়া ব্যক্তিত্ব।
১৯৭৫ সাল থেকে ১৯৮১ পর্যন্ত বিসিবির সাধারণ সম্পাদক রাইসউদ্দিন। পরে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন সহসভাপতি।
সংগঠক হিসেবে পরিচিতি পেলেও তিনি ছিলেন দক্ষ ক্রীড়াবিদও। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন কায়েদ-ই-আজম ট্রফিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন তিনি।