সেনাবাহিনী-র্যাবের যৌথ অভিযানে ১৭০০ কেজি গাঁজা জব্দ, আটক ১
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের কাছাকাছি ডানের বানরকাটা এলাকায় সেনাবাহিনী এবং র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় এক হাজার ৭০০ কেজি গাঁজা জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে শান্তু চাকমা নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআ) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গতকাল মঙ্গলবার ওই এলাকায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়। এ সময় প্রক্রিয়াজাতকৃত ৮০টি গাঁজার বস্তা এবং ৫শ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় এক হাজার ৭শ কেজি গাঁজা জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ৩০ শতাংশ জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় এসব অবৈধ গাঁজা চাষা করে সশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করছে অভিযানকারী সেনা ও র্যাব কর্মকর্তারা।
এসব দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর অভিযান আরো জোরদার করা হয়েছে বলে জানান তাঁরা।
পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগণ।