সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর দখলে থাকা জমি উদ্ধার
টাঙ্গাইলে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর দখলে থাকা প্রায় ৬৬ শতাংশ ‘ক’ তফসিলভুক্ত সরকারি জমি উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। রোববার সকালে শহরের প্রাণকেন্দ্র আকুর টাকুরপাড়ায় অভিযান পরিচালনা করে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ ব্যপারে অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ভুয়া কাগজ তৈরির মাধ্যমে জমিটি ভোগদখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত সরকারের পক্ষে রায় দিয়েছেন। পরে জেলা প্রশাসক আতাউল গনির নির্দেশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির ওপর তৈরি স্থাপনা উচ্ছেদ করা হয়।