মহসিন আলীর আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর
সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর (মৌলভীবাজার-৩) আসনে উপনির্বাচনের তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সংবাদ সম্মেলনে সিইসি জানান, আগামী ৮ ডিসেম্বর শূন্য এ আসনটির ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর, যাচাই-বাছাই সংক্রান্ত আপিল দায়ের ১৫ থেকে ১৭ নভেম্বর এবং আপিল নিষ্পত্তির জন্য ১৮ থেকে ২০ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ নভেম্বর। ২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এ আসনে উপনির্বাচন দেওয়া বাধ্যবাধকতা ছিল বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যু হলে আসনটি শূন্য হয়।