বেরোবিতে শহীদ মুখতার ইলাহী হলের উদ্বোধন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী। গতকাল বুধবার দুপুরে হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার পরে ফিতা কেটে হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) সহকারী অধ্যাপক আমির শরীফের সভাপতিত্বে এবং সহকারী প্রভোস্ট জুবায়ের ইবনে তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মতিউর রহমান, প্রকৌশল অনুষদের ডিন ড. তাজুল ইসলাম, কলা অনুষদের ডিন ড. সাইদুল হক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শাহীনুর রহমান ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট তানজিউল ইসলাম, সহকারী প্রভোস্ট জিন্নাতুল বাশার, শহীদ মুখতার ইলাহীর সহোদর মাহফুজ ইলাহীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) আমির শরীফ এনটিভি অনলাইনকে জানান, হলটিতে মোট ২৭০ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে হলের ডাইনিং চালু করা হবে।
বেরোবির প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ জুলাই অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া উপাচার্য থাকাকালীন শহীদ মুখতার ইলাহী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । প্রায় ছয় কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলাবিশিষ্ট এ ভবনে রয়েছে ৬৮টি কক্ষ।
শহীদ মুখতার ইলাহী হলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় হল। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং গত ৭ অক্টোবর ছাত্রদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু করা হয়।