টাঙ্গাইল পৌর নির্বাচনের ফল বাতিলের দাবিতে ভাসানীর মেয়ের অবস্থান কর্মসূচি
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু ও তাঁর মা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। গতকাল শনিবার অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে আজ রোববার শহরের শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি ছাইদুল হক ছাদু, অ্যাডভোকেট আলী ইমাম তপন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান খান সফিক ও জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলি উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির নেতারা অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় ও দলীয় নেতাকর্মীরা জালভোট ও কেন্দ্র দখলসহ বিভিন্ন কায়দায় গায়ের জোরে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে। এ কারণে ৩০ জানুয়ারির নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মাহমুদল হক সানু ২২ হাজার ৯০০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল হক আলমগীর ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।