আলোচিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ শেষ হচ্ছে হাসি-কান্নায়
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর সম্প্রচার শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ১৮২তম পর্বে থামছে দীর্ঘ ২১ মাসের অন্যতম আলোচিত ধারাবাহিকটির যাত্রা।
ধারাবাহিকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সোমবার বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘ধারাবাহিক নাটকটি গল্পের প্রয়োজনে হাসি-কান্নায় শেষ হচ্ছে আগামীকাল। খারাপ লাগছে, এত দিন কাজ করেছি একসঙ্গে, একই সেটে সবার সঙ্গে আর এই কাজের জন্য দেখা হবে না। এ ছাড়া শেষ কয়েকটি পর্ব আমি নিজে (বাবার মৃত্যুর জন্য) করতে পারিনি, সেই খারাপ লাগা তো আছেই।’
দর্শকের উদ্দেশে জনপ্রিয় এই নির্মাতা বলেন, ‘দর্শককে ধন্যবাদ দিতে চাই, যাঁরা এত দিন সঙ্গে ছিলেন। যাঁদের ভালো লেগেছে, তাঁদের ধন্যবাদ। আর যাঁদের ভালো লাগেনি, তাঁদেরও ধন্যবাদ। তাঁদের জন্যই আমি কাজটা আরো ভালো করতে পেরেছি; যাতে তাঁদের ভালো লাগে সে জন্য।’
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আরো যুক্ত করেছেন, ‘নিয়মিত দর্শকের কাছ থেকে ম্যাসেজ পাচ্ছি সিজন টু নির্মাণের জন্য। তাঁদের উদ্দেশে বলতে চাই, এই গল্পের না হলেও অন্য কোনো পারিবারিক গল্পে, অন্য চরিত্রে ধারাবাহিক নাটক নির্মাণ করব।’
এনটিভির পর্দার বাইরেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় ‘ফ্যামিলি ক্রাইসিস’। এনটিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কোটি-কোটি দর্শক নিয়মিত দেখেছেন ধারাবাহিকটি।
‘ফ্যামিলি ক্রাইসিস’ এনটিভিতে প্রচারিত হতো প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।
‘ফ্যামিলি ক্রাইসিস’ একটি যৌথ পরিবারের গল্প নিয়ে। মধ্যবিত্ত এ পরিবারে ছিলেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। তারা যেমন সুখে হাসে, তেমনি বাসা বাঁধে দুঃখও। স্কুলজীবনে হেঁটে বাসায় আসা, ভাঙা ফোনে ফেসবুক চালানো, এমন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসারজীবনেও। তাদের জীবনে যেমন আছে না পাওয়ার বেদনা, তেমনই আছে মিষ্টি একটু ভালোবাসা, হাসি-কান্না, স্বপ্ন। তারা স্বপ্ন দেখে এমন একটা জীবনের—যে জীবন দোয়েলের, ফড়িংয়ের।