টাঙ্গাইলে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনি প্রচারে জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছায়। তাঁরা গোপালপুর থানার মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিল। তখন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তাঁর সমর্থকরা ওই এলাকায় এলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে গিয়াস উদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনি অফিস ভাঙচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। একইসঙ্গে তাঁর (গিয়াস) ছোট ভাইয়ের দোকানেও ভাঙচুর চালায়।
খবরটি গিয়াস উদ্দিনের গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে উত্তেজনা দেখা দেয়। তাঁর সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হলে পথে সোমেশপুর এলাকায় তাদের ওপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালায়। এ সময় খলিল নামের এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলীম আল রাজি জানান, রাত ৮টার দিকে খলিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরেই তাঁর মৃত্যু হয়। আহতদের মধ্যে হাসপাতালে আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত সোয়া ৯টা পর্যন্ত মামলা হয়নি। গোপালপুর পৌর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ১৪ ফ্রেব্রুয়ারি গোপালপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।