জয়পুরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন
জয়পুরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৫০তম শাখার উদ্বোধন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউসিবির শাখা উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলার আমতলী এলাকার সওদাগর বাজার ভবনের চতুর্থ তলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপ ও ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লা, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবদুল হাকিম মণ্ডল প্রমুখ।