টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পলাশ বিশ্বাস তালুকদার বলেন, ‘সকালে স্থানীয়রা ট্রেন লাইনে হাঁটতে গিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। পরে লাশটি ট্রেন লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে। বিষয়টি ঘারিন্দা রেল স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাঁর পরিচয় জানা যায়নি। কোন ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’