বিজিবি আন্তরিজিয়ন কারাতে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিজিবি আন্তরিজিয়ন কারাতে প্রতিযোগিতার ফাইনাল খেলা বুধবার খাগড়াছড়ি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন সাতটি স্বর্ণ, আটটি রোপ্য ও তিনটি তাম্র পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। সরাইল দক্ষিণ-পূর্ব রিজিয়ন একটি স্বর্ণ, একটি রোপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে রানার্সআপ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল সাজ্জাদ, ৩২ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদসহ বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় রংপুর, যশোর, সরাইল ও চট্টগ্রাম চারটি রিজিয়নের ৭২ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে চট্টগ্রাম রিজিয়নের সিপাহী রুহুল আমিন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং একই রিজিয়নের ল্যান্স নায়েক নূর হোসেন দুটি স্বর্ণ ও ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি হুমায়ুন কবির ও আজহার আলী হিরাসহ তাঁর দল।