অটোরিকশা থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের পিরুজালী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে জামান মণ্ডল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জামান মণ্ডলের বাড়ি পিরুজালী গ্রামে। তাঁর বাবার নাম নুরু মণ্ডল। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশায় থাকা নিলুফার ইয়াসমিন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে পিরুজালীর তরুবীথি পিকনিক স্পটে নিলুফার ইয়াসমিনের সঙ্গে ইয়াবা সেবন করছিলেন জামান মণ্ডল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে ওই পিকনিক স্পটে অভিযান চালায়। ওই সময় মনিরুজ্জামান পালানোর চেষ্টা করলেও তাঁকে দৌড়ে ধরে ফেলে পুলিশ। পরে মনিরুজ্জামান প্রথমে মাটিতে বসে পড়ে ও তার পর শুয়ে পড়ে। তখন তাঁর সঙ্গে থাকা নিলুফার পুলিশকে বলেন, ‘সে এ রকমই করে। ভয়ের কিছু নেই। আপনারা তাঁকে ছেড়ে দিলে সে ঠিক হয়ে যাবে।’
পরে পুলিশ মনিরুজ্জামানকে ছেড়ে দেয়। এর পর ওই পিকপিক স্পটেই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, আজ সকালে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে মনিরুজ্জামানের মরদেহ নিয়ে যাচ্ছিলেন নিলুফার ইয়াসমিন। ওই সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিলুফারকে আটক করে।
নাজমুল ইসলাম আরো জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামান মারা গেছেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।