খাগড়াছড়ি জেলা পুলিশের ওয়েবসাইট উদ্বোধন
খাগড়াছড়িবাসীকে নিরাপদ রাখা এবং শতভাগ তথ্য যথাসময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল খাগড়াছড়ি জেলা পুলিশের ওয়েবসাইট।
আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ওয়েবসাইটের (www.khagracharipolice.gov.bd) উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সফিকুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে ডিআইজি সফিকুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করা হবে। তা ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের সব কার্যক্রম এই ওয়েবসাইটে থাকবে। এ ওয়েবসাইটের মাধ্যমে জনগণ তথ্য নিয়ে কাজ করতে পারবে, প্রয়োজনে তথ্য নিয়ে বিভিন্ন অভিযোগ করতে পারবে এবং আইনগত সহায়তা নিতে পারবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার এসপি মজিদ আলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) রইছ উদ্দিন প্রমুখ।