নরসিংদীতে ‘পিস্তল ও গুলিসহ’ আটক ১
নরসিংদীর মাধবদী থেকে পিস্তল ও গুলিসহ নূর মোহাম্মদ (২৬) নামের একজনকে আটক করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার টাটাপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক নূর মোহাম্মদ সদর উপজেলার শেখেরচর কুড়েরপাড় এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ মাধবদী শহরের টাটাপাড়া এলাকায় অভিযান চালায়। গতিবিধি সন্দেহ হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে নূর আলমকে আটক করা হয়। পরে তাঁকে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।