সাংসদ সামাদের দাফন সম্পন্ন
বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে সদ্য প্রয়াত আওয়ামী লীগনেতা ও সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে আজ দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে সাংসদের মরদেহ নামানো হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি প্রবেশের সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।
জানাজায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জকিগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানরা, সিলেট জেলা, মহানগর, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আওয়ামী লীগের নেতারা, ফেঞ্চুগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বালাগঞ্জের ইউপি চেয়ারম্যানরা, ফেঞ্চুগঞ্জের সব দলের রাজনৈতিক নেতাকর্মী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতিসহ অনেকে।
সিলেট-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে করোনাভাইরাসের টিকা নেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
গত রোববার ঢাকায় আসার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাঁকে হাসপাতালে নেওয়া হয়। করোনা পরীক্ষার জন্য গত ৮ মার্চ সকালে ইউনাইটেড হাসপাতালে নমুনা দেন তিনি। বিকেলে ফলাফল পজিটিভ আসে।
মাহমুদ উস সামাদ চৌধুরী ২০০৮ সাল থেকে পরপর তিনবার সিলেট-৩ আসনে সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৫৫ সালের ৩ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মা আছিয়া খানম চৌধুরী।