নলছিটিতে গৃহবধূর লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে লুৎফর নাহার বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গুলী গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নাহার নাঙ্গুলী গ্রামের চায়ের দোকানি ফারুক হোসেনের স্ত্রী। তিনি স্কুলছাত্রী রিপা হত্যা মামলার প্রধান সাক্ষী বলে জানিয়েছে পুলিশ।
ফারুক হোসেন জানান, সন্তানদের নিয়ে গতকাল রাতে নাহার তাঁর কক্ষে ঘুমাতে যান। এ সময় তিনি নিজের চায়ের দোকানে ছিলেন। রাতে দোকানেই ঘুমান তিনি। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। বাচ্চারা ঘুমাচ্ছে। কিন্তু নাহার নেই। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পায় স্বজনরা। এরপর পুলিশে খবর দেয়।
নলছিটির থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, লাশের গলায় কালচে দাগ পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওসি আরো বলেন, ‘২০১২ সালের ১১ মার্চ রাতে ওই গ্রামের কয়েকজন যুবক নাহারের বড় ভাইয়ের মেয়ে রিপা আক্তারকে হত্যা করে। এই হত্যা মামলার প্রধান সাক্ষী ছিলেন নাহার। কিছুদিনের মধ্যে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হবে, তাই আসামিরা তাঁকে হত্যা করে থাকতে পারে।’