এটিএন বাংলার প্রতিনিধিসহ আহত ৫
হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় গাড়ি থামিয়ে মারধরের ঘটনায় এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আদাঐর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ কান্তি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ, গাড়ির চালক মোস্তাক, ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তাঁর বন্ধু লিটন মিয়া। তাঁরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে নাসিরনগর এলাকায় একটি ওরশে যোগ দিতে যাচ্ছিলেন। পথে মাধবপুরের আদাঐর এলাকায় খাসতি নদীর পাড়ে একদল দুর্বৃত্ত তাঁদের বহনকারী মাইক্রোবাস থামিয়ে তাতে ওঠে পড়ে। এর পর দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে তাঁদের কাছ থেকে মুঠোফোন, টাকাসহ মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁদের মারধর করে আহত করে।
জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাকাতরা মাইক্রোবাসের চাবি নিয়ে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, মাধবপুর থানা পুলিশ গাড়ি মেরামত করে দিলে ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যান আহত পাঁচজন।