চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা ভাই আহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা, মা ও ভাই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিষবাহী শ্যালোইঞ্জিন চালিত যানবাহন পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মিম খাতুন (৫)। আহত হয়েছে তার বাবা তাজুল ইসলাম, মা তাহমিনা খাতুন ও ভাই আমির হামজা (৭)। তাঁদের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ ফিরোজ রোডে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, তাজুল ইসলাম স্ত্রী ও শিশু দুই ছেলেমেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাচ্ছিলেন। বন্ডবিল রেলগেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি শ্যালোইঞ্জিনচালিত যানবাহন লাটাহাম্বার ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।