টাঙ্গাইলে নকল ওষুধ ও ফেনসিডিল জব্দ
টাঙ্গাইলে নকল ওষুধ মজুদ রাখায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যার-১২। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১২-এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
ফেনসিডিলসহ আটককৃতরা হলেন মো. শিপলু ও আলী জিন্নাত।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের জিতেন্দ্র মোহন সাহার মালিকানাধীন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় নকল ওষুধ রাখার দায়ে এ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া র্যাব সদস্যরা শহরের আকুর টাকুর পাড়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও নগদ ৩৪ হাজার টাকাসহ দুজনকে আটক করে।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।