ভাণ্ডারিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিচিত একজনের সঙ্গে উপজেলার একটি গ্রামে ঘুরতে যান ওই গৃহবধূ। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় ছয় যুবক আরও দুই যুবকের সহযোগিতায় ওই গৃহবধূকে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই গৃহবধূ রাতে ভাণ্ডারিয়া থানায় এসে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে আটজনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ঘটনার পর পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।