হবিগঞ্জে গণপিটুনিতে আহত একজনের মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুরে সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে গণপিটুনির শিকার জয়নাল মিয়া মারা গেছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে জেলা সদর আধুনিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত সৌদিপ্রবাসী জুয়েল মিয়ার ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘুমন্ত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা ২২ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে দুজনকে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে রাজু মিয়া (২৫) নামের একজনকে আটক করে।
এসআই সানাউল্লাহ জানান, ঘটনার দিনই গণপিটুনিতে আহত ডাকাত জয়নাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।