ভৈরবে ইমাম-উলামা পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
হেফাজতে ইসলামের মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভৈরব ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতা। আজ শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন নূরানী মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ভৈরব বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভৈরব ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, মাওলানা আলী হায়দার, মাওলানা আমির উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত মোদিকে আমরা বাংলাদেশ থেকে অবাঞ্চিত ঘোষণা করলাম। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানবাহনসহ সরকারি কোনো স্থাপনায় আঘাত করব না।
বক্তারা আরও বলেন, এই বাংলার মুক্ত আকাশে একদিন না একদিন ইসলামের পতাকা উড়বেই ইনশা আল্লাহ।
এ সময় বক্তারা বিনা উস্কানিতে যারা গুলিবর্ষণ করে দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছেন তাদের শাস্তির দাবি করেন।
এ ছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালনকালে কোনো ধরনের উস্কানি না দেওয়ার জন্য হুশিয়ারি দেন তারা।