জেএসসি পরীক্ষাকেন্দ্রে উত্ত্যক্ত, ৭ বখাটেকে সাজা
ঝিনাইদহ শহরে সরকারি বালিকা বিদ্যালয় জেএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার দায়ে সাত বখাটেকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
দণ্ডাদেশ পাওয়া বখাটেরা হলো শৈলকূপা উপজেলার কুলচারা গ্রামের হৃদয় হোসেন, সোহাগ হোসেন, মমিন হোসেন, অভি রহমান, চাঁদপুর গ্রামের শাকিল আহমেদ, দুধসর গ্রামের রাব্বুল হোসেন ও ভাটই গ্রামের রনি আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আজ সকাল ১০টার দিকে জেএসসি পরীক্ষাকেন্দ্রে দণ্ডাদেশ পাওয়া বখাটেরা স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে পুলিশ সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওসমান গনি। বেলা আড়াইটার দিকে ওই সাতজনকে জেলহাজতে পাঠানো হয়।