তায়কোয়ান্দোর প্রথম স্বর্ণ রুমা খাতুনের
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তায়কোয়ান্দোর প্রথম স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন।
আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মেয়েদের ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন রুমা খাতুন। এই প্রথমবার বাংলাদেশের এই মেগা ইভেন্টে স্বর্ণ জিতেছেন রুমা।
এমন সাফল্যর পর নিজের অনুভূতি নিয়ে রুমা বলেন ,‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ন জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।’
৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ব্রোঞ্জ জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম। এর মধ্যে ৭.৩০ স্কোর গড়েছেন ইসরাত জাহান রিয়া আর জান্নাতুল তামান্না তাবাসসুমের স্কোর ৬.৯০।