ব্রাজিলে একদিনে করোনায় সাড়ে তিন হাজার মৃত্যু
ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিন হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ১৮০ জনে।
একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। কয়েকদিনে দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত বয়স্কদের চেয়ে তরুণদের অবস্থাই বেশি খারাপ হচ্ছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে মোট ১২ কোটি এক লাখ ৭০ হাজার ৭৭১ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯২ জন।
ব্রাজিলে করোনার শুরুতে পাত্তা দেননি প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে আক্রান্ত ও মৃত্যু ব্যাপক বেড়ে গেলে তিনি মাস্ক পরা শুরু করেন ও টিকাদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। শুরুতে করোনা নিয়ে অবহেলার কারণে বিরোধীরা প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা করেছেন।