মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকে ক্যারিয়ার গড়ুন
ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে ডাইরেক্ট সেলস টিম মেম্বার (ক্রেডিট কার্ড) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
যাঁরা আবেদন করতে পারবেন
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস এবং সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে এক থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকে তৃতীয় শ্রেণী ও সিজিপিএ দুইয়ের কম পেলে তাঁরা আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ ছাড়া আবেদনকারীদের বিক্রয় দক্ষতা ও কম্পিউটার জ্ঞান থাকতে হবে। আবেদনের বয়সসীমা ২২ থেকে ৩৬ বছর।
নিয়োগপ্রাপ্তদের কর্মক্ষেত্র ও বেতন
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। পদটির জন্য বেতন অলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে।
যেভাবে আবেদন করা যাবে
আগ্রহী প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন http://joblist.bdjobs.com/jobonlineapply.asp ঠিকানায়। আবেদন করা যাবে ১৮ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম