ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত
খাগড়াছড়ি জেলার রামগড়ে পালিত হলো শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ৫০তম শাহাদাতবার্ষিকী। আজ মঙ্গলবার সকালে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতনের পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহিনীর সঙ্গে সংঘটিত সন্মুখযুদ্ধে এ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
রামগড় প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শহীদ পরিবারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র ৬০টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতনের পরিচালনা কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্যাহ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে, বাদ জোহর রামগড় কোর্ট মসজিদে রামগড় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা আব্দুল কাদেরের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাকিস্তানি হানাদার ও তাদের সহযোগী মিজোদের সঙ্গে সন্মুখ যুদ্ধে শহীদ হন তরুণ বীর সেনা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম। ২৮ এপ্রিল ভোরে রামগড় কবরস্থানে পূর্ণ সামরিক ও ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয় তাঁকে। সেদিন নিজের প্রাণের বিনিময়ে প্রায় ২০০ মুক্তিসেনার জীবন বাঁচিয়েছিলেন তিনি। এ বীর মুক্তিযোদ্ধার অতুলনীয় বীরত্বকে চিরস্মরণীয় করে রাখতে ১৯৭২ সালে বাংলাদেশ সরকার বীর উত্তম খেতাবে ভূষিত করেন তাঁকে।