চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেলসহ’ জামায়াত নেতা আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাময়িকভাবে বরখাস্ত হওয়া ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামীর নেতা মাওলানা সোহরাব আলীসহ ৩১ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে সোহরাব আলীকে পাঁচটি ককটেলসহ আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, জামায়াত নেতা সোহরাব আলীকে পাঁচটি ককটেলসহ আটক করা হয়। আটক ৩১ জনের মধ্যে তিনজন জামায়াত-শিবির ও সাতজন বিএনপির নেতা-কর্মী রয়েছেন।