সাজা শেষে দেশে ফিরল ৩ কিশোর
ভারতে সাজা ভোগ শেষে তিন বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের দায়ে তারা দীর্ঘ এক বছর ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে (শিশু নিবাস) আটক ছিল।
ফিরে আসা কিশোররা হলো—বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া গ্রামের সূর্যচন্দ্র পালের ছেলে পরিমল চন্দ্র পাল, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাবুপাড়ার সাইফুল ইসলামের ছেলে বাদল হোসেন ও ঢাকার পূর্ব রামপুরার সাব্বির সোহেলের ছেলে মাহাবুর রহমান।
হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, ‘ভারতের হিলি অভিবাসন পুলিশ এই তিন কিশোরকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে মুক্তি পাওয়া কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করি। ভারতে তারা এক বছর ধরে আটক ছিল।’
হিলি অভিবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এই তিন বাংলাদেশি কিশোর দালালের মাধ্যমে দিনাজপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এ সময় তারা সেখানকার পুলিশের হাতে ধরা পড়ে। এর পর আদালত অনুপ্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। দীর্ঘ এক বছর সাজা ভোগের পর মুক্ত হয়ে আজ তারা দেশে ফিরেছে।