বেড়াতে যাওয়া হলো না দাদা-নাতির
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে উপজেলার দলারদরগা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলারদরগা থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান বিরামপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাকটি ভ্যানচালক দাদা ও আরোহী নাতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান দুজনের পরিচয় নিশ্চিত করে জানান, এঁরা হলেন ভ্যানচালক উপজেলার ভাদুরিয়া গ্রামের মৃত জিয়ার আলীর ছেলে আলতাফ হোসেন (৫৫) ও তাঁর নাতি ইকবাল হোসেনের ছেলে মনজুরুল ইসলাম (৯)।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজির হোসেন বলেন, নিহতরা গোপালপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ট্রাকটিকে বিরামপুর এলাকা থেকে আটক করা হয়েছে।