গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর গুলশানের মেইনরোড এলাকার আর কে স্কয়ার প্রোপার্টি প্রাইভেট লিমিটেডের নামে নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শাহিন আলম মোল্লা। আজ শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
নিহতের সহকর্মী শামসুল ইসলামের বরাত দিয়ে বাচ্চু মিয়া বিলেন, গুলশানের আর কে স্কয়ার প্রোপার্টি লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানির মটরের সুইচ দিতে গিয়ে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহিন বরিশালের ভাষানচরের নুরুল হক মোল্লার ছেলে। তিনি ঢাকায় গুলশান এলাকায় থাকতেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।