তিন আসনের উপ-নির্বাচনে নৌকা চান ৯৪ জন
ঢাকা-১৪, সিলেট-৩, কুমিল্লা-৫ এই তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চান ৯৪ জন।
গত ৪ জুন থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন।
এ সময়ে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন।
এরই মধ্যে আজ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তিন উপ-নির্বাচনে শুধু ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। আগে এই উপ-নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ‘জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩, ১৮৭ ঢাকা-১৪ ও ২৫৩ কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচনে শুধু ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই-২০২১ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়।