নরসিংদীতে শান্তিপূর্ণভাবে পিএসসি পরীক্ষা শুরু
সারা দেশের সঙ্গে নরসিংদীতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও শিক্ষা সমাপনী (পিএসসি) ইবতেদায়ি পরীক্ষা। আজ রোববার বেলা ১১টা থেকে জেলার ছয়টি উপজেলার ৭২টি ইউনিয়নের মোট ১০৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৭৫ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, নরসিংদী সদর উপজেলার ২২টি কেন্দ্রে ১৪ হাজার ১০ জন পিএসসি পরীক্ষার্থী এবং পাঁচটি কেন্দ্রে ইবতেদায়ি এক হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
মনোহরদী উপজেলার ১৬টি কেন্দ্রে ১৪২টি প্রাথমিক বিদ্যালয় ও ৬৮টি কিন্ডারগার্টেনের পাঁচ হাজার ১১৯ জন এবং ইবতেদায়ির ৫৬৫ জন পরীক্ষার্থী রয়েছে।
রায়পুরা উপজেলার ২৭টি কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের ৩১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় মোট ১৩ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রাথমিক শিক্ষা সমাপনীর পরিক্ষার্থী রয়েছে মোট ১২ হাজার ৪১৫ জন। এদিকে ইবতেদায়িতে মোট পরীক্ষার্থী রয়েছে ৬৪২ জন।
বেলাব উপজেলার ১০টি কেন্দ্রে চার হাজার ৪৬৪ জন এবং ইবতেদায়ি ৩৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
পলাশ উপজেলার ১১টি কেন্দ্রে মোট পিএসসি পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ২৭০ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৫ জন। শিবপুর উপজেলার ১৮টি কেন্দ্রে ১৪৪ প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার ৮১২ জন এবং ইবতেদায়ি ৪১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলা ও উপজেলা পর্যায়ে কোমলমতি এই শিশুদের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গঠন করা হয়েছে প্রয়োজনীয় পর্যবেক্ষক দল। আজ পরীক্ষার হলগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেটরা।