স্যামসাং নিয়ে এলো ফ্লিপ ফোন
স্মার্টফোন নির্মাতা কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে এসেছে ডুয়েল ডিসপ্লের ফ্লিপ ফোন। এই ফোন আবার চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। টাচস্ক্রিনের এখনো যারা পুরোনো প্রেম ফ্লিপ ফোনের কথা ভুলতে পারেননি তাদের জন্য এটা সুখবরই বটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্যামসাংয়ের এই স্মার্টফোন মডেলটির নাম রাখা হয়েছে ডব্লিউ ২০১৬। শুধু চীনের বাজারে ছাড়া হয়েছে এই সেট। তবে এর দাম কত রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্মার্টফোনটিতে রয়েছে ৩.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন। আর ফ্লিপ খুললে রয়েছে ডব্লিউএক্সজিএ (৭৬৮x১২৮০ পিক্সেলস)-এর আরেকটি স্ক্রিন। টাচস্ক্রিনের পাশাপাশি রয়েছে টি৯ ফিজিক্যাল কিবোর্ড।
ডব্লিউ ২০১৬ স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। রয়েছে ডুয়েল সিম এবং ফোরজি এলটিই, থ্রিজি ও টুজি কানেক্টিভিটি।
১.৫ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসরের সাথে আছে ৩ জিবি র্যাম। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই হ্যান্ডসেটটির ক্যামেরা স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপ, যেমন : গ্যালাক্সি এস ৬, এস ৬ এজ এবং নোট ৫-এর মতোই।
সেটটিতে ইন্টার্নাল স্টোরেজ রয়েছে ৬৪ জিবির, তবে এটা বাড়ানোর আর কোনো উপায় নেই। এতে আরো আছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, গ্লোনাস এবং মাইক্রোইউএসবি কানেক্টিভিটি অপশন। ব্যাটারি রয়েছে ২০০০ এমএএইচের। স্যামসাং বলছে, সেটটি খুব দ্রুত চার্জ হবে, মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে এটি।