নাটোরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
নাটোরের সিংড়া উপজেলায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে গুরনই নদীতে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে নদীর ধারে উপস্থিত হয় অজ্ঞাত ওই ব্যক্তি। এরপর হঠাৎ করেই তিনি নদীতে ঝাঁপ দেন। এলাকাবাসী তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দুপুর দেড়টায় নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা জানান, অপরিচিত ব্যক্তিটি নদীতে ঝাঁপ দিলে এলাকাবাসী তাঁকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।