খুলনা বিভাগে মৃত্যু হাজার ছাড়াল
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ৪৬৪ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৬৩১, আর সুস্থ হয়েছে ৩৬ হাজার ৯৭৮ জন। এর আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেশি।
বিভাগের এক হাজার ৪৬৪ জন শনাক্তের মধ্যে ৪৫৪ জনই যশোরের, মৃত্যু বেশি কুষ্টিয়া ৯ জন। এবার বিভাগে মৃত্যূ হাজার ছাড়িয়ে এক হাজার ১১ জনে উন্নীত হয়েছে।
আজ সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল রোববার মোট শনাক্ত ছিল এক হাজার ৪৬৪, শনিবার এক হাজার ২০২।
গতকার রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসাবে ৩৯ ভাগ । এর মধ্যে খুলনার ছিল ৩৩০টি নমুনা এবং শনাক্ত ১৩২ জন। শনাক্তর হার শতকরা ৪০ ভাগ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ছয়, বাগেরহাটে দুই, সাতক্ষীরায় এক, যশোরে এক, নড়াইলে এক, ঝিনাইদহে চার, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গায় দুই এবং মেহেরপুরে চারসহ মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৯৭৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এখানে ২৪৬ জন, এরপর কুষ্টিয়ায় ১৯৮ জন এবং যশোর ১৩৪ জন। ছোট জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ৮৬ ও বাগেরহাটে ৮১ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৯৪৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৬ জন এবং সুস্থ হয়েছে ১০৬১১ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩১৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৮১ জন এবং সুস্থ হয়েছে ২২৩৩ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩০০ জন এবং মারা গেছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৮১ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১৭৭৯ জন। এ সময় মারা গেছে ১৩৪ জন এবং সুস্থ হয়েছে ৬৮৮৯ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৫৮১ জন। মারা গেছে ৪১ জন এবং সুস্থ হয়েছে ১৯৬১ জন।
মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫০৯ জন। এ সময় মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছে ১২৩৮ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪১৩৭ জন। মারা গেছে ৮৭ জন এবং সুস্থ হয়েছে ২৯৮০ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭৩৫৬ জন। মারা গেছে ১৯৮ জন এবং সুস্থ হয়েছে ৫৩৯৩ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩১৬৭ জন। মারা গেছে ৮৬ জন এবং সুস্থ হয়েছে ২১৬২ জন।
মেহেরপুর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৪৬ জন এবং সুস্থ হয়েছে ১১৩০ জন।
এরদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে চিকিৎসার ভয়বহতা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ৯৮ জন রোগী চিকিৎসাধীন, তারপার বাইরে অ্যাম্বুলেন্স রোগী অপেক্ষারত, আর পারছি না। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে মোট পাঁচ রোগী মৃত্যূ হয়েছে।