ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।
আজ রোববার দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি গ্রামে সেটা বিধ্বস্ত হয়।
তিনি আরও বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের এবং দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলেও জানান তিনি।
তবে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানটিতে মোট ৯২ জন আরোহী ছিলেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে জামেলা আলিন্দোগান জানিয়েছেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার পাশেই ফিলিপাইনের একটি বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তাই বিমানে করে সেখানে সৈন্যদের পরিবহনের কাজটা নিয়মিত করা হতো।
উদ্ধারকৃত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।