খাগড়াছড়িতে করোনায় বৃদ্ধার মৃত্যু
খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে সূর্য বানু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এ রোগীর মৃত্যু হয় বলে আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা।
মৃত সূর্য বানু দীঘিনালা উপজেলার হাছিনসনপুর গ্রামের বাসিন্দা।
খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্যমতে, গত ২ জুলাই করোনা আক্রান্ত হয়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সূর্য বানু। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত খাগড়াছড়ি সদর হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের সবারই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনায় ৩৩ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৭। এ নিয়ে জেলায় আট হাজার ৪৭৬টি নমুনায় এক হাজার ৩৬৬ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।