সামনে এখনো অনেক ডেনজার : গওহর রিজভী
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘যদিও আমরা খারাপ সময় পার হয়ে ভালোর দিকে যাচ্ছি। কিন্তু এখনো অনেক ডেনজার (বিপদ) আমাদের সামনে রয়েছে।’
আজ শুক্রবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন।
খুলনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, প্রবাসী বাংলাদেশি মোস্তাইন বিল্লাহ দারা, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমুখ।
সাহিত্যিকদের মুক্তিযুদ্ধ নিয়ে আরো বেশি লেখালেখির আহ্বান জানিয়ে গওহর রিজভী তাঁর বক্তব্যে বলেন, ‘এখন আমাদের হিসট্রি স্ট্রং হয়েছে। যাঁরা লিখছেন তাঁদেরও দায়িত্ব রয়েছে। সৎ পথ থেকে কোনোদিন আপনারা অন্য পথে যাবেন না। অনেক অসৎ কথা বলা হয়েছে, লেখা হয়েছে। এতেই আমাদের দেশ আজকে অনেক পিছিয়ে গেছে।’
সম্প্রতি দুই মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি কার্যকর নিয়ে জাতিসংঘের বিবৃতির ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিয়য়ক উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমরাও ইউনাইটেড নেশনের (জাতিসংঘ) সদস্য। আমরাও ইউনাইটেড নেশনের চার্টার (সনদ) একেবারে সিনসিয়ারলি ফলো (যথার্থভাবে অনুসরণ) করে চলি। কিছু ব্যাপার হয়, আমাদের ইন্টারনাল ব্যাপার। আমাদের সংবিধান আছে, আমাদের আইন আছে। আমাদের সংবিধানে যেভাবে দেওয়া আছে, আমরা তার বাইরে যেতে পারি না। যদি কোনোদিন আমাদের নাগরিকরা বলে আইন বদলাতে হবে, আমাদের প্রোসেস (প্রক্রিয়া) আছে, সেখানে বদলানো যেতে পারে। কিন্তু এক্সটারনাল কোনো অরগানাইজেশন বা এক্সটারনাল কোনো পাওয়ারের কথায় তো আমাদের সভরিন স্টেট (সার্বভৌম রাষ্ট্র) ঝট করে সরে যেতে পারে না।’
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শহীদ হাদিস পার্কে অনুষ্ঠানস্থলে এসে বেলুন উড়িয়ে প্রধান অতিথি ড. গওহর রিজভী খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজীয় স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং খুলনা সাহিত্য পরিষদের প্রবীণ সদস্যদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশুসাহিত্যিক আলী ইমাম, সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।