নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক বিক্ষোভ ও অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা এ বিক্ষোভ করে।
বিক্ষোভকালে শ্রমিকরা দুই মহাসড়কের রাস্তার মধ্যে আড়াআড়িভাবে ট্রাক, পিকআপভ্যান রেখে ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় শ্রমিকরা লাঠিসোটা হাতে বিক্ষোভ করে। অবরোধের ফলে দুই মহাসড়কে শতাধিক যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এর আগেও কয়েক দফা আন্দোলন করেছে শ্রমিকরা। তখন বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে আর কোনো সমাধান হয়নি।
শ্রমিকদের দাবি, তিন মাসের বেতন বকেয়া রয়েছে। লকডাউন চলছে। বাড়ি ভাড়া, দোকান বাকি, সংসার খরচ চালাতে পারছে না। অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।