‘মহানগর’ দেখে নিপুনকে বুম্বাদার ফোন, সিনেমা নির্মাণের পরামর্শ
খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ গত ২৫ জুন মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছে। প্রযুক্তির কল্যাণে অন্তর্জালে সেই উত্তাপ কিছুটা আঁচ করা যাচ্ছে। রাজধানী ঢাকায় এক রাতে সাত ঘণ্টায় ঘটে যাওয়া গল্পের এই সিরিজের উত্তাপ যে শুধু ঢাকায় নেই, দেশের সীমান্ত অতিক্রম করে কলকাতায়ও আছড়ে পড়েছে।
তার সবশেষ উদাহরণ ‘মহানগর’ সিরিজ দেখে নির্মাতা আশফাক নিপুনকে কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোন করে প্রশংসায় ভাসিয়েছেন।
আজ রোববার বিকেল ৫টা ১৯ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে আশফাক নিপুন লেখেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেন্ডারি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে মহানগর-এর ভূয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে, যার পুরোটাই ছিল মহানগর নিয়ে। মহানগর-এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।’
আশফাক নিপুন আরও লেখেন, ‘মহানগর-এর গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কম ছিলই না! এটাও বললেন, করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ওই বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মতো আগ্রহ নিয়ে মহানগর-এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!’
ফেসবুকে এ নির্মাতার ভাষ্য, শুটিং ইউনিটের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে প্রসেনজিৎ তাঁকে বলেছেন, ‘আপনার সিনেমা বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’
আশফাক নিপুনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই অরিজিনালের ব্যানারে থ্রিলার ঘরানার সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে ২৫ জুন।