সেলফির জন্য আসুস জেনফোন সেলফি
সেলফিপ্রেমীদের কথা মাথায় রেখে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। আসুস জেনফোন সেলফি নামের এই স্মার্টফোনের ফ্রন্ট ও রিয়ার দুটো ক্যামেরাই ১৩ মেগাপিক্সেলের। যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য সেরা পছন্দ হতে পারে এই স্মার্টফোন।
জেনফোন সেলফি হ্যান্ডসেটটিতে রয়েছে ১০৮০ x ১৯২০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি বড় স্ক্রিন। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪ প্রটেকশন।
এটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ এসওসি দিয়ে। এতে আছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। বাংলাদেশে এই মডেলের দাম ২১ হাজার টাকা। এ ছাড়া ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের আরেকটি ভার্সনও রয়েছে একই হ্যান্ডসেটের। এ ছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম সংযোগ। এবং দুটি সিমেই ফোরজি কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। সেটটিতে ৩০০০ এমএএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এবার আসা যাক সেটটির মূল আকর্ষণ এর ক্যামেরাতে। আসুস জেনফোন সেলফির ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে এফ/২.২ অ্যাপার্চার এবং ৮৮ ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল ফিল্ড অব ভিউ। রিয়ার ক্যামেরাতেও রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেন্সর, এফ/২.০ অ্যাপার্চার এবং লেজার অটোফোকাস সিস্টেম।
দুই ক্যামেরাতেই রয়েছে ৫ পিক্সেলের লার্গান লেন্স, তোশিবা সেন্সর, ব্লু গ্লাস ফিল্টার্স ও ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ।
জেনফোন সেলফির ক্যামেরার আরো যেসব অপশন রয়েছে—ডিটেইলড ম্যানুয়াল মোড, এইচডিআর, প্যানোরমা, স্মার্ট রিমুভ, স্লো মোশন, জিআইএফ অ্যানিমেশন ও টাইম ল্যাপস। দুটো ক্যামেরাতেই এই অপশনগুলো ব্যবহার করা যাবে।